ঢাকা, ০৫ জানুয়ারি রোববার, ২০২৫ || ২১ পৌষ ১৪৩১
good-food
২০

জানুয়ারিতেই তীব্র শৈত্যপ্রবাহের আভাস  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৩ ২ জানুয়ারি ২০২৫  

চলতি জানুয়ারিতে সারাদেশে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে তাপমাত্রার পার্থক্য কম থাকায় এসময়ে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

বিশাল এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলে। ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

 

জানুয়ারির পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

 

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের  আভাস দেয়া হয়েছে। দেশের প্রধান নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।

 

আবহাওয়া অফিস জানায়, জানুয়ারিতে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে।